Site icon Amra Moulvibazari

৬ বছরেও ধর্ষককে গ্রেফতার করেনি পুলিশ; ভুক্তভোগী নারীর পাশে মানবাধিকার কমিশন

৬ বছরেও ধর্ষককে গ্রেফতার করেনি পুলিশ; ভুক্তভোগী নারীর পাশে মানবাধিকার কমিশন

ময়মনসিংহে ৬ বছরেও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার না হওয়া ও ধর্ষণের শিকার নারীর জীবন সংগ্রাম নিয়ে যমুনা টিভি সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে আসলে ভুক্তভোগী নারীর পাশে দাড়িয়েছে প্রতিষ্ঠানটি। জেলা পুলিশ এ ঘটনার তদন্তে ৫ সদস্যের বিশেষ টিম গঠন করেছে।

২০১৪ সালে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক নারীকে নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে। এরপর থানায় মামলা করা হলে তদন্তের পর বিচারের আশায় দিনের পর দিন অপেক্ষা করেন ওই নারী। অথচ গত ৬ বছরে অভিযুক্ত ধর্ষককে ধরতে পারে নি পুলিশ। এতে চরম হতাশ ভুক্তভোগী ওই নারী।

তার চেয়েও বড় দুশ্চিন্তা নির্যাতনের পর জন্ম নেয়া শিশু সন্তানকে নিয়ে। যার বয়স এখন প্রায় ৬ বছর। ওই নারীর জীবন সংগ্রাম নিয়ে সম্প্রতি সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন।

সংবাদ প্রচারের পর বিষয়টি আমলে নেয় জাতীয় মানবাধিকার কমিশন। দ্রুত ব্যবস্থা নিতে ময়মনসিংহ পুলিশ সুপারকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশন চেয়ায্রম্যান। ধর্ষণের মামলা হওয়ার পরও কেন এতদিন ধরে ধর্ষককে গ্রেফতার করা হলো না তার ব্যাখ্যা চেয়েছেন ওই চিঠিতে।

পুলিশ সুপার জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে ইতিমধ্যে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। সৌদি আরবে আসামীর অবস্থানও নিশ্চিত হয়েছে। তাকে ইন্টারপোলের মাধ্যমের দেশে এনে গ্রেফতারের প্রক্রিয়া নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন জেলা পুলিশ প্রধান।

Exit mobile version