Site icon Amra Moulvibazari

ভোলায় হোটেল থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

ভোলায় হোটেল থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার


ভোলা প্রতিনিধি:

ভোলায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মনোজ কুমার (৩৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনোজ ভারতের রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় রবি কুমার, ভুসন রাম, কিসান রায়, জেই লাল, নরেশ কুমার নামে ৫ ভারতীয় নাগরিক ও বিপ্লব দে নামে হোটেল স্টাফকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভোলার শহরের সদর রোডের আবাসিক হোটেল জাহানের ২০৬ নম্বর কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মনোজ কুমারের সাথে আসা ৫ ভারতীয় নাগরিক ও হোটেলের স্টাফ জানান, তারা ভারতের রাজস্থানের নাগরিক। গত ১৭ ফেব্রুয়ারি ২ জন ও ১৮ ফেব্রুয়ারি ৪ জন ভোলায় এসে আবাসিক হোটেল জাহানে রুম নেন। পরে তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আর্ট বিষয়ে প্রশিক্ষণ ও আর্টের বই বিক্রি করেন। গতকাল সোমবার রাতে ২০৬ নম্বর রুমে মনোজ কুমারসহ তার বন্ধু ভুসন ও জেই লাল ঘুমাতে যান। পরে রাতে মনোজের প্রচণ্ড পেটে ব্যথা ওঠে। এরপর কিছুটা কমে গেলে তারা ঘুমিয়ে যায়। পরে আজ সকালে মনোজের কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল স্টাফদের ডাকেন। এরপর হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, খবর পেয়ে আমরা নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিক পর্যায়ে নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। এছাড়াও নিহতের সাথে আসা ৫ ভারতীয় নাগরিক ও হোটেলের একজন স্টাফকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইউএইচ/



Exit mobile version