যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি কেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (৫ মে) হিউস্টোনে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, প্ল্যান্টে পর পর কয়েকটি বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। সেখানে রাসায়নিক থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। ছড়িয়ে পড়ে প্ল্যান্টের পুরো ইউনিটে।
ঘটনার পরপরই অভিযান চালায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে তিনজনকে। রাসায়নিকের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। এদিকে, আগুন ছড়ানোর কারণ জানতে চলছে তদন্ত।
ইউএইচ/