Site icon Amra Moulvibazari

বঙ্গবন্ধুর নামে ১১১ তলা ভবন নির্মিত হচ্ছে ঢাকায়!

বঙ্গবন্ধুর নামে ১১১ তলা ভবন নির্মিত হচ্ছে ঢাকায়!

আইকনিক টাওয়ার নয় এবার পূর্বাচলে হবে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার। ৫২ এর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ ভবনের মাঝে হবে ১০০ তলার বেশি এই সুউচ্চ টাওয়ার।

এর মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করবে ১০০ তলা ভবনের ক্লাবে। সব ধরণের অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে এই ভবনে। ২০২১ সালের মধ্যে এই ভবনের কাজ শুর করার আশা মন্ত্রণালয়ের।

ঢাকা মূল শহরে মানুষের চাপ কমাতে ১৯৯৫ সালে পূর্বাচল আধুনিক শহর প্রকল্পের কাজ শুরু করে রাজউক। ২০২১ সালের জুনের মধ্যেই এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। পূর্বাচলে এবার কাজ শুরু হলো দেশের প্রথম ১০০ তলা সুউচ্চ ভবন বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারের।

এরই মধ্যে জাপানের কাজিমা কর্পোরেশন ও বাংলাদেশের পাওয়ার পয়েন্ট লিমিটেড যৌথভাবে প্রাথমিক কাজ শুরু করেছে। কোরিয়ান স্থাপত্য প্রতিষ্ঠান হেরিম ১১১ তলার নকশা দিয়েছে। মাস্টার প্লান অনুমোদনের পর এটি তৈরীতে ৭ বছর সময় লাগবে বলে জানিয়েছেন রাজউকের প্রকল্প পরিচালক।

ট্রাই টাওয়ারের মাধ্যমে বাংলাদেশে বিশ্বের সুউচ্চ ভবনের তালিকায় নাম লেখাবে। করোনার কারণে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নিতে দেরীর কথা জানান, গৃহায়ণ ও গণপূর্ত সচিব। বুয়েটের নেতৃত্বাধীন টেকনিক্যাল টিমের প্রতিবেদনের পরই এর ব্যয় ঠিক করা হবে।

Exit mobile version