Site icon Amra Moulvibazari

চট্টগ্রামে ১২৫টি অবৈধ বসতি সরিয়ে দেয়া হয়েছে

চট্টগ্রামে ১২৫টি অবৈধ বসতি সরিয়ে দেয়া হয়েছে


চট্টগ্রামের ফিরোজ শাহ এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে প্রশাসন।

রোববার (১৯ জুন) সকাল ১১টা থেকে ঝিল-১ পাহাড়ে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এ সময় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২৫টি অবৈধ বসতি ভেঙে দেয় উচ্ছেদ কর্মীরা।

তবে অভিযোগ আছে, এসব অবৈধ বসতিতে টাকার বিনিময়ে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ দিয়েছে বিভিন্ন সংস্থা। নগরীর এমন ২৮টি পাহাড়ে পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ বসতিদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

/এমএন



Exit mobile version