চট্টগ্রামের ফিরোজ শাহ এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে দিতে অভিযান চালাচ্ছে প্রশাসন।
রোববার (১৯ জুন) সকাল ১১টা থেকে ঝিল-১ পাহাড়ে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এ সময় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২৫টি অবৈধ বসতি ভেঙে দেয় উচ্ছেদ কর্মীরা।
তবে অভিযোগ আছে, এসব অবৈধ বসতিতে টাকার বিনিময়ে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ দিয়েছে বিভিন্ন সংস্থা। নগরীর এমন ২৮টি পাহাড়ে পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ বসতিদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
/এমএন