Site icon Amra Moulvibazari

ফেনীতে ধর্ষণবিরােধী লংমার্চে হামলা

ফেনীতে ধর্ষণবিরােধী লংমার্চে হামলা

প্রথম দিন শান্তিপূর্ণভাবে পার করলেও নারী নির্যাতনবিরােধী লংমার্চ শনিবার ফেনীতে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে । সকালে সমাবেশ স্থলে হামলা চালায় ফেনী ছাত্রলীগের নেতাকর্মীরা । এতে ২৫ জন আহত হয় ।

তবে পুলিশ পরিস্থিতি সামাল দিলে দুপুরে নােয়াখালীর উদ্দেশ্যে রওনা হয় বাম জোটের লংমার্চ । সেখানে বিকেলে সমাবেশের আয়ােজন করা হয় । এটি শনিবার সকালে ফেনীর শহীদ মিনার সংলগ্ন এলাকার চিত্র । তখন সমাবেশের প্রস্তুতি চলছে মাত্র ।

তুচ্ছ কারণে এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হয় নােয়াখালীমুখী নারী নির্যাতন বিরােধী লংমার্চ । এই হামলার ঘটনায় বাম সংগঠনগুলাের অন্তত ২৫ জন কর্মী আহত হওয়ার ঘটনা ঘটে ।

তবে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ । এই ঘটনার পর দুপুরে নােয়াখালী রওনা হয় লংমার্চ ।

শনিবার বিকেলে শেষ গন্তব্যে পৌঁছায় তারা । এসময় ফেনীতে আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয় । সন্ধ্যার আগে নােয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়ােজন করা হয় সমাপনী সমাবেশ ।

Exit mobile version