Site icon Amra Moulvibazari

হংকংয়ে আর থাকছে না বাধ্যতামূলক মাস্ক পরিধানের নিয়ম

হংকংয়ে আর থাকছে না বাধ্যতামূলক মাস্ক পরিধানের নিয়ম


ছবি: সংগৃহীত

হংকংয়ে তুলে নেয়া হচ্ছে বাধ্যতামূলক মাস্ক পরিধানের নিয়ম। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধান নির্বাহী জন লি কা শিউ এর এক ঘোষণায় আসে এমন সিদ্ধান্ত। যা কার্যকর করা হবে পহেলা মার্চ থেকে।

জন লি কা শিউ জানান, কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার দাবি, এখন নিয়ন্ত্রণে রয়েছে মহামারি। তাছাড়া, চীন নিয়ন্ত্রণাধীন অঞ্চলটিতে নতুনভাবে সংক্রমণের কোনো তথ্যও নেই। শীতও শেষের দিকে। সে কারণেই, ঘরের ভেতর বা বাইরে আর মাস্ক পরতে হবে না। এমনকি, গণপরিবহনে ব্যবহারের ওপরও বাধ্যবাধকতা থাকবে না। তবে, হাসপাতাল বা কেয়ার হোমের মতো স্পর্শকাতর জায়গাগুলোয় মাস্ক পরাটাই নিরাপদ হবে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চলটিতে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তাই কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, জনগণকে ঘরের ভেতরে বা বাইরে আর মাস্ক পরতে হবে না। এমনকি গণপরিবহনেও মাস্ক পরিধানে নেই নিষেধাজ্ঞা। তবে, নিজস্ব সুরক্ষার্থে ঝুঁকিপূর্ণ স্থান যেমন হাসপাতাল বা কেয়ার হোমে করোনা বিষয়ক নিয়মাবলী জারি থাকবে।

/এসএইচ



Exit mobile version