Site icon Amra Moulvibazari

করোনা মহামারির পর জনসমক্ষে এসেই সমালোচনার মুখে রাণী এলিজাবেথ

করোনা মহামারির পর জনসমক্ষে এসেই সমালোচনার মুখে রাণী এলিজাবেথ

করোনা মহামারির কারণে দীর্ঘ ছয়মাস লোকচক্ষুর আড়ালে ছিলেন ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ। কিন্তু এতোদিন পর জনগণের সামনে এসে সমালোচনার মুখে পড়লেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ইউরোপের বিভিন্ন দেশ যখন বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি নাগরিকদের সচেতন করতে মনযোগী, তখন মাস্ক ছাড়া নাতি প্রিন্স উইলিয়ামকে নিয়ে প্রোট্ররন ডাউনের ডিফেন্স সাইন্স এন্ড টেকনোলজি পরিদর্শনে যান ৯৪ বছর বয়সী রাণী এলিজাবেথ।

এ সময় সামাজিক দূরত্ব মানলেও মাস্ক না পড়ায় সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ রাণী। সমালোচকদের অভিযোগ রাণি এবং প্রিন্স উইলিয়ামকে দেখে সাধারণ মানুষ মাস্ক না পড়তে উৎসাহ পাবে।

তবে বাকিংহাম পেলেসের দাবি চিকিৎসকদের পরামর্শেই রাণী মাস্ক না পড়ার সিদ্ধান্ত নেন। ের আগে করোনা মহামারির সময় রাজপ্রাসাদ থেকে অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে দায়িত্ব পালন করেন রাণী দ্বিতীয় এলিজাবেথ।

Exit mobile version