Site icon Amra Moulvibazari

সাড়ে ৪ হাজার কোটি টাকার কোকেইন ভাসছিল সাগরে

সাড়ে ৪ হাজার কোটি টাকার কোকেইন ভাসছিল সাগরে


ইতালির সিসিলি দ্বীপের পূর্ব উপকূলে কোকেইনের বিশাল চালান সাগরে ভাসতে দেখা গেছে। রোববার (১৬ এপ্রিল) এ মাদক সাগরে ভাসতে দেখা যায়। খবর সিএনএনের।

পরদিন ইতালির ফাইন্যান্সিয়াল পুলিশ এক বিবৃতিতে জানায়, সাগরে ভাসছিল প্রায় ২ টনের অধিক কোকেইন। যা ৭০টি পানিনিরোধক প্যাকেজে সিল করা ছিল। তারা জানায়, মাদকগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। প্যাকেটগুলোতে সিগন্যালিং লাইট ডিভাইস যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

কর্তৃপক্ষ জানায়, ধারণা করা হচ্ছে, কোকেইগুলো পাচারকারীরা পাচারের উদ্দেশে সেখানে রেখে গিয়েছিল। এমন মাদকের চালান আশপাশে আরও থাকতে পারে, এই আশঙ্কায় চলছে অভিযান।

এর আগে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সমুদ্রে ভাসমান অবস্থায় ৩ টনের বেশি কোকেন জব্দ করা হয়।

এটিএম/



Exit mobile version