Site icon Amra Moulvibazari

রূপগঞ্জে রি রোলিং মিলে বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫

রূপগঞ্জে রি রোলিং মিলে বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫


নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল ও রি রোলিং মিলে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

শনিবার (৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোলাম রাব্বানি। দুর্ঘটনায় আহত জুয়েল ও ইব্রাহিমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাওঘাট এলাকায় আরআইসিএল নামের একটি রি-রোলিং মিলে লোহা গলানোর চুল্লি বা বাট্রি বিস্ফোরণে শংকর নামে এক শ্রমিক নিহত ও ৬ শ্রমিক আহত হয়। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

উদ্ধারকর্মীরা জানান, আরআইসিএল নামের রি-রোলিং মিলে লোহা গলানোর চুল্লি-বাট্রি বিস্ফোরণের পর গলিত লোহা থেকেই দগ্ধ হয়েছিল এ শ্রমিকরা। এ ঘটনায় বিচ্ছিন্ন রয়েছে কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ইউএইচ/



Exit mobile version