দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে। কিন্তু করোনার কারণে গত দুই বছর সেখানে ঈদের জামাত হয়নি। সংক্রমণ কমে আসায় এবার চলছে ঈদ জামাতের প্রস্তুতি। লাখো মুসল্লির সমাগমের বিষয়টি মাথায় রেখে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।
করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর আবারও শোলাকিয়া ময়দানে ঈদ জামাতের আয়োজন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিশোরগঞ্জের ঐতিহাসিক এই ময়দানে এবার ঈদুল ফিতরের ১৯৫তম জামাত অনুষ্ঠিত হবে। আবারও লাখো মানুষের সাথে ঈদের নামাজ পড়ার সুযোগ মিলবে, তাই খুশি মুসল্লিরা।
সকাল দশটায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে দু’টি বিশেষ ট্রেন চলবে। ময়দান ঘিরে থাকছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানেও দুই বছর বিরতির পর চলছে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি। এখানেও লাখো মানুষ ঈদের নামাজ আদায় করেন। মুসল্লিদের জন্য মাঠে ওজুখানা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঈদ জামাত ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
এসজেড/