Site icon Amra Moulvibazari

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযােগে সিলেট কোতােয়ালি থানায় মামলা

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযােগে সিলেট কোতােয়ালি থানায় মামলা

সিলেটের কোতােয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিন আহমদের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে রােববার রাতআড়াইটার দিকে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে মামলাটি করেন তবে মামলায় কোনাে আসামির নাম উল্লেখ করা হয়নি

এদিকে গণপিটুনীতে রায়হানের মৃত্যু হয়েছে পুলিশের পক্ষ থেকে এমন দাবি করা হলেও ওই এলাকায় ওয়ার্ড কাউন্সিলরের স্থাপন করাসিসি ক্যামেরায় এমন কোনাে গণপিটুনির চিত্র পাওয়া যায়নি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের পরিবার স্থানীয়রা

 

সিলেট নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে আহত হয়ে কোতােয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিন আহমদ নামের যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে ওই এলাকায় ওয়ার্ড কাউন্সিলরের স্থাপন করা সিসি ক্যামেরায় এমনকোনাে গণপিটুনির চিত্র পাওয়া যায়নি ।               

স্থানীয়রা জানান , শনিবার রাতে বা রােববার ভােরের দিকে কোনাে গণপিটুনির কথা তারা শুনেননি তবে রােববার সকাল ১০ টার দিকেএলাকায় পুলিশ এসে জানায় , এই এলাকায় গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে

তবে ঘটনার তদন্ত চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা

সিলেটের কোতােয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিন আহমদের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার ।  

Exit mobile version