Site icon Amra Moulvibazari

মেসিকে দলে ভেড়াতে ৪০০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত আল হিলাল

মেসিকে দলে ভেড়াতে ৪০০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত আল হিলাল


ছবি: সংগৃহীত

পিএসজিতে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। যে কারণে তাকে পেতে বেশ আগে থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছে ক্লাবগুলো। এই ফাঁকে মেসির জন্য অভাবনীয় এক প্রস্তাব দিলো সৌদি আরবের ক্লাব আল হিলাল।  সাতবার ব্যালন ডিঅর জয়ী এই ফুটবলারের পেছনে বছরে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছে তারা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। মেসির চাহিদার সবকিছুই থাকছে এই প্রস্তাবে। এমনটাই জানিয়েছে ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। এছাড়াও খবর ইএসপিএনের

মঙ্গলবার (৪ এপ্রিল) দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইটে এসব কথা জানান। এর আগে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। ইতিহাসের অন্যতম সেরা এ দুই খেলোয়াড়কে উড়িয়ে এনে ঘরোয়া ফুটবল জমিয়ে তুলতে চায় সৌদি আরব। সংবাদমাধ্যম গোল ডটকম নিশ্চিত করেছে, আল নাসরে রোনালদো মৌসুম প্রতি যে বেতন (২০ কোটি ১৮ লাখ ইউরোর কিছু বেশি) পান, মেসি আল-হিলালে যোগ দিলে তার দ্বিগুণের কাছাকাছি বেতন পাবেন।

মেসির পারিশ্রমিক যদি বছরে ৪০০ মিলিয়ন ইউরো (৪ হাজার ৬১৫ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৫২০ টাকা) হয়, তাহলে তার মাসিক পারিশ্রমিক হবে প্রায় ৩৮৫ কোটি টাকা। প্রতিদিনে তার পারিশ্রমিক হবে, প্রায় ১২ কোটি ৬৫ লাভ টাকা, ঘণ্টাপ্রতি পারিশ্রমিক পড়বে ৫২ লাখ ৬৮ হাজার ৫২৫ টাকা এবং প্রতি মিনিটে মেসির পারিশ্রমিক হবে প্রায় ৮৮ হাজার টাকা।

গত মাসে সৌদি আরবে গিয়েছিলেন মেসির বাবা হোর্হে মেসি। তখন গুঞ্জন উঠেছিল, ছেলের দলবদল নিয়ে কথা বলতেই বুঝি সেখানে গিয়েছেন তিনি। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন পক্ষই মুখ খোলেনি। 

ছবি: সংগৃহীত

এদিকে, পিএসজিতেও মেসির ভবিষ্যৎ দেখা যাচ্ছে না। কাতারি মালিকানাধীন ক্লাবটি তাকে রেখে দিতে চাচ্ছে। কিন্তু চুক্তি নবায়ন করলে আগামী মৌসুমে তাঁর যে বেতন হবে, সেটা দিতে গেলে ক্লাবের আর্থিক হিসাব-নিকাশ ঠিক রাখতে সমস্যা হবে। সে ক্ষেত্রে অন্য ফুটবলারদের বেতন কমাতে হবে ক্লাবকে। এ কারণে তারা চাইছে মেসির বেতন ৩০ শতাংশ কমাতে। কিন্তু মাসে ৩৩ লাখ ৭০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি টাকা) পারিশ্রমিক পাওয়া আর্জেন্টাইন তারকা তাতে রাজি নন। চাওয়া অনুযায়ী পারিশ্রমিক না পেলে মেসি প্যারিস ছেড়ে চলে যাবেন বলেও খবর দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় সংবাদমাধ্যম।

অন্যদিকে, বার্সেলোনা কোচ জাভি মেসিকে দলে ভেড়ানোর জন্য পরিকল্পনা করে যাচ্ছেন। তবে যেভাবে তারা মেসির পারিশ্রমিক নিয়ে কৃচ্ছ্রতা সাধনে ব্যস্ত, তাতে শেষ পর্যন্ত বার্সা সফলতা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত কোথায় নাম লেখান বিশ্বকাপজয়ী তারকা, সেটি এখন সময়ের অপেক্ষা।

/আরআইএম



Exit mobile version