Site icon Amra Moulvibazari

জাতির ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা করেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি: প্রধানমন্ত্রী

জাতির ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা করেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি: প্রধানমন্ত্রী

৭৫ পরবর্তী ইতিহাস বিকৃতি থেকে দেশকে রক্ষা করে বঙ্গবন্ধুর জীবনী গ্রন্থ ‘ অসমাপ্ত আত্মজীবনী’। সকালে গনভবন থেকে এই বইটির ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান এরই মধ্যে ১৪টি ভাষায় এই বইয়ের অনুবাদ হয়েছে।

এখন থেকে দৃষ্টি প্রতিবন্ধীরাও পড়তে পারবে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকাশিত হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনের ব্রেইল সংস্করণ। সকালে গনভবন থেকে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রি শেখ হাসিনা।

তিনি বলেন, অসমাপ্ত আত্মজীবনী জাতির ইতিহাসের এক অকাট্য দলিল। এটি প্রকাশ পাওয়ায় ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা পায় জাতি।

ছয় খন্ডের এই বইটি বিভিন্ন লাইব্রেরীতে সংরক্ষণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version