Site icon Amra Moulvibazari

বন্যায় ১২ জেলার ৭০ উপজেলা প্লাবিত: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

বন্যায় ১২ জেলার ৭০ উপজেলা প্লাবিত: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী


দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বন্যায় ১২ জেলার ৭০টি উপজেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

রোববার (১৯ জুন) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সেনা, নৌ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ৫২টি নৌযান উদ্ধারে কাজ চালাচ্ছে। প্রায় এক লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে। ধারণার চেয়েও বেশি বৃষ্টিপাত হওয়ায় প্রস্তুতিতে কিছুটা ঘাটতি হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ডা. এনামুর রহমান জানান, সিলেট ও সুনামগঞ্জে আড়াই কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সিলেটের পরিস্থিতির সামান্য অগ্রগতি হলেও সুনামগঞ্জের অবস্থা অপরিবর্তিত। হবিগঞ্জ ও মৌলভীবাজারে পানি বাড়ছে। তবে ২ দিন পর এই অঞ্চলে পানি কমবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: বৃষ্টি কমলেও উন্নতি নেই বন্যার, সিলেট-সুনামগঞ্জে দুর্ভোগ চরমে

/এম ই



Exit mobile version