Site icon Amra Moulvibazari

দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া


নিজেদের ভূখণ্ডের আকাশসীমায় আবারও দক্ষিণ কোরিয়ার ড্রোন দেখা গেলে পিয়ংইয়ং প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম তাস।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, দক্ষিণ কোরিয়ার ড্রোন আবারও তার আকাশসীমায় প্রবেশ করলে উত্তর কোরিয়া এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। আমরা মনে করি উত্তর কোরিয়ায় যদি কোনো ড্রোন হামলা হয় তাহলে এর পিছনে দায়ী থাকবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এটিকে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে বিবেচনা করব।

সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেআরটিতে সম্প্রচারিত হয় এ সম্পর্কিত একটি খবর। পিয়ংইয়ং এর দাবি, সিউল থেকে পাঠানো হয়েছে এসব ড্রোন। দক্ষিণ কোরিয়ার এমন আচরণকে উস্কানিমূলক বলেও অভিযোগ করেছে উত্তর কোরিয়া।

উল্লেখ্য, শুক্রবার পিয়ংইয়ং এর আকাশে উড়তে দেখা যায় সন্দেহজনক বেশ কয়েকটি ড্রোন। এগুলো থেকে কিম জং উনকে কটাক্ষ করে লেখা বহু লিফলেটও ফেলা হয় উত্তর কোরিয়া অংশে।

/এমএইচআর



Exit mobile version