Site icon Amra Moulvibazari

নিজেদের প্রথম স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

নিজেদের প্রথম স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া


আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

সামরিক স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। বুধবার (১৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাথে চলমান উত্তেজনার মাঝেই এ তথ্য দিলো পিয়ংইয়ং। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, ওয়াশিংটন ও সিউলের হুমকি মোকাবেলায় গোয়েন্দা সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে কিম প্রশাসন। পরবর্তীতে আরও কয়েকটি স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের ইঙ্গিতও দেয়া হয়েছে। তবে উৎক্ষেপণের তারিখ নিশ্চিত করা হয়নি।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণে চুড়ান্ত ধাপের পরীক্ষার কথা জানিয়েছিলো উত্তর কোরিয়া। সে সময় ২০২৩ সালের এপ্রিলে উৎক্ষেপণের কথা জানানো হয়েছিলো।

/এসএইচ



Exit mobile version