Site icon Amra Moulvibazari

ঈদের শেষ মুহূর্তেও নেই আশানুরূপ বেচাকেনা

ঈদের শেষ মুহূর্তেও নেই আশানুরূপ বেচাকেনা


ছবি: সংগৃহীত।

শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। যদিও বিক্রেতারা বলছেন, শেষ সময়েও নেই তেমন বেচা-বিক্রি। করোনার পর আশানুরূপ ব্যবসা করতে পারেননি বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে ক্রেতারা বলছেন, শেষ সময় বলে যেমন পারছেন, তেমন দাম আদায় করছেন বিক্রেতারা।

যে যার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন। তবে, করোনার পরবর্তী অর্থনৈতিক অবস্থার কারণে অনেকেরই জীবনযাত্রার এসেছে পরিবর্তন। তাই পাল্টেছে কেনাকাটার ধরনও। দিন যতই যাচ্ছে রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া, হকার্সে ব্যস্ততা বাড়ছে। তবে এখনও আশানুরূপ বেচাকেনা হচ্ছে না বলে দাবি বিক্রেতাদের।

রাজধানীর বিপনীবিতানগুলোও জমে ওঠার অপেক্ষায়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করছেন। আবার কেউ কেউ এসে-দেখে ফিরে যাচ্ছেন। বিক্রেতাদের আশা, ঈদের বাকি যে কয়েকটা দিন রয়েছে, তাতে বিকিকিনি বেশ ভালোই হবে। জমজমাট বিক্রি চলবে চাঁদরাত অবদি।

এসজেড/



Exit mobile version