Site icon Amra Moulvibazari

তাইওয়ান প্রণালীতে চলছে চীনের জোরালো সামরিক মহড়া

তাইওয়ান প্রণালীতে চলছে চীনের জোরালো সামরিক মহড়া


ছবি: সংগৃহীত

তাইওয়ান প্রণালীতে জোরালো সামরিক মহড়া চালাচ্ছে চীন। বৃহস্পতিবার ১১টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বেইজিং- এমন অভিযোগ তাইপের। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, উত্তর-দক্ষিণ ও পূর্ব উপকূলীয় জলসীমার কাছে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো। তাইওয়ান জানিয়েছে, দংফেং মিসাইলগুলোর আঘাতে ক্ষতিগ্রস্ত মাতসু দ্বীপ।

এদিকে জাপানও অভিযোগ তুলেছে, তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে তাইওয়ানে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র। এ আগ্রাসী আচরণের কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে টোকিও। তাছাড়া সামরিক মহড়ার অজুহাতে ২২টি যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে- এমন অভিযোগও তাইওয়ানের।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টায় শুরু হওয়া চীনের সামরিক মহড়া চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। মূলত মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে বেইজিং।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, চীন সামরিক মহড়ার অজুহাতে ১১টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। যা তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চল, পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর গুরুতর প্রভাব ফেলেছে। এটা স্পষ্টভাবে নিন্দনীয়। এর ফলে প্রণালী বা গোটা অঞ্চলেই কখনো শান্তি-স্থিতিশীলতা ফেরানো যাবে না। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে নতুন কোনো সংঘাতে জড়াতে চাইছে না। তবে চীনের আগ্রাসী আচরণের সামনে মাথানত করবো না। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নিয়মিত টহল চলবে।
আরও পড়ুন: মাকড়সা পোড়াতে গিয়ে দাবানল, গ্রেফতার যুবক
ইউএইচ/



Exit mobile version