Site icon Amra Moulvibazari

লেবানন থেকে শান্তিরক্ষীদের সরাতে বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

লেবানন থেকে শান্তিরক্ষীদের সরাতে বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী


লেবাননের দক্ষিণে মোতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষীদের খুব দ্রুত সরিয়ে নিতে মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

সম্প্রতি, ইসরায়েলি বাহিনীর গুলিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের পাঁচ সদস্য আহত হয়েছেন। এরপর-ই নেতানিয়াহু’র তরফ থেকে এমন আহ্বান জানানো হলো।

ভিডিওতে নেতানিয়াহু বলেন, “মহাসচিব মহোদয়, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীদের (ইউনিফিল) বাহিনীকে এখন-ই ক্ষতির পথ থেকে সরিয়ে দিন।’

/এআই



Exit mobile version