Site icon Amra Moulvibazari

নারীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় জীবন দিতে হলো কৃষককে

নারীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় জীবন দিতে হলো কৃষককে

উত্যক্তের প্রতিবাদ করায় জীবন দিতে হলো কৃষক মশিয়ার রহমানকে। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে শ্রিপুর উপজেলার দরিবেলা গ্রামে অলিউর ও তার সহযোগীরা একটি মেয়েকে উত্যক্ত করে আসছিলো।

সোমবার দুপুরে আবার একই ঘটনা ঘটলে স্থানীয় কৃষক মশিয়ার এর তীব্র প্রতিবাদ করেন এবং অভিযুক্তের বাড়িতে নালিশ পাঠান।

এরই জেরে মঙ্গলবার মশিয়ারকে কুপিয়ে জখম করে মুক্তার, তুহিন, আইয়ুব, অলিউর ও জামান। হাসপাতালে নেয়ার পথে মারা যান মশিয়ার। এ ঘটনায় দু জনকে আটক করেছে পুলিশ।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় নজির উদ্দীন মিয়া ও গোলাম রসুল মাস্টারদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরধ চলছিল। এ ঘটনায় গলাম রসুলের সমর্থক শাহদাতের ছেলে অলিউর প্রধান অভিযুক্ত। নিহত মশিয়ার রহমান নজির উদ্দীন গ্রুপের সমর্থক বলে জানান এলাকাবাসী।

Exit mobile version