Site icon Amra Moulvibazari

শিবির সন্দেহে পাবিপ্রবি’র তিন শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

শিবির সন্দেহে পাবিপ্রবি’র তিন শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ


পাবনা প্রতিনিধি:

ছাত্রশিবিরের সন্দেহ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে। নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ ও পাবিপ্রবি কর্তৃপক্ষ। ভুক্তভোগীদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করেছে পাবনা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- লোক প্রশাসন বিভাগের মাস্টার্স শেষ বর্ষের গোলাম রহমান জয়, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের আসাদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুল হক। ওই তিন শিক্ষার্থী বর্তমানে পাবনা সদর হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে গোলাম রহমানের অবস্থা গুরুতর।

বিষয়টি নিশ্চিত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কামাল হোসেন বলেন, কয়েকজন শিবিরের নেতা কলেজ ক্যাম্পাসে বৈঠক করছিল। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে রাখে। আমরা খবর পেয়ে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেছি।

ইউএইচ/



Exit mobile version