বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নামে সরকার উপহাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বললেন, ১৫ হাজার টাকা অপ্রতুল, এ সহায়তা আরও বাড়ানো উচিত।
বুধবার (৫ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। আরও বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছে বিএনপি। যতটুকু সম্ভব বিএনপি তাদের সহায়তা করবে।
মির্জা আব্বাস বলেন, গতকাল ফায়ার সার্ভিস তাদের সক্ষমতা ও অক্ষমতার পরিচয় দিয়েছে। তবে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মানার দরকার ছিল বলে মন্তব্য করেন মির্জা আব্বাস।
/এমএন