Site icon Amra Moulvibazari

আগস্ট মাস এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে: কাদের

আগস্ট মাস এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে: কাদের


শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিমকালে ওবায়দুল কাদের।

আগস্ট মাস এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে। ভোলায় পুলিশের ওপর হামলা তারই লক্ষণ। পুলিশ তো আর বসে বসে আঙুল চুষবে না। সেদিন কী হয়েছে ভিডিও ফুটেজে সব আছে- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শেখ কামালের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, তরুণ সমাজের রোল মডেল ছিলেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ভোলার ঘটনাকে কেন্দ্র করে আগুন সন্ত্রাস করতে চায় বিএনপি। আবারও আগুন সন্ত্রাস করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়। আমরাও প্রস্তুত আছি তাদের প্রতিহত করতে।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও।

/এসএইচ



Exit mobile version