Site icon Amra Moulvibazari

সাকিব-তামিমের মধ্যে দ্বন্দ্বের কিছুই দেখিনি: হাথুরুসিংহে

সাকিব-তামিমের মধ্যে দ্বন্দ্বের কিছুই দেখিনি: হাথুরুসিংহে


ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে এসেই এক দারুণ সমস্যার মুখোমুখি হয়েছেন শ্রীলঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহে। দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেন বোর্ড সভাপতি। তবে, লঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহের সোজা উত্তর, দু’জনের মধ্যে এমন কিছুই দেখেননি তিনি।

ইংল্যান্ড সিরিজ শুরুর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন টাইগার কোচ চান্দিকা হাথুরুসিংহে। দলের পাশাপাশি উঠে আসে সাকিব-তামিম বিষয়ক প্রশ্ন।

ছবি: সংগৃহীত

হাথুরুসিংহে বলেন, একটি বিষয় আমি পরিষ্কার করতে চাই। কেবল সাত দিন হয় এখানে এসেছি। এর আগে এমন ড্রেসিংরুমেও ছিলাম যেখানে সবার সঙ্গে সবার মিলতো না। কিন্তু তারাও এগিয়ে এসেছে, দল হিসেবে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি এটাই প্রত্যাশা করবেন।

বাংলাদেশের হেড কোচ আরও বলেন, যতক্ষণ পর্যন্ত দলের ওপর এর কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই এবং আমি কোনো সমস্যা দেখছিও না।

আগামী ১ মার্চ (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

/আরআইএম



Exit mobile version