Site icon Amra Moulvibazari

বিজেপি নেতাদের ছত্রছায়ায় ভারতে ধর্ষণের ঘটনা ঘটেছে!

বিজেপি নেতাদের ছত্রছায়ায় ভারতে ধর্ষণের ঘটনা ঘটেছে!

বিজেপি নেতাদের মদদেই ভারতে প্রতিনিয়ত ধর্ষণকাণ্ড ঘটছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, নরেন্দ্র মোদি চান কৃষকরা আরও গরিব হোক। প্রধানমন্ত্রীকে বড় ব্যবসায়ীদের ‘কাঠের পুতুল’ বলেও অভিহিত করেন রাহুল।

এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ উল্টো কংগ্রেসসহ ধর্ষণের প্রতিবাদকারীদের ফেসাদসৃষ্টিকারী হিসেবে আখ্যা দেন। ভারতজুড়ে ধর্ষণের বিরুদ্ধে এখনও তুমুল বিক্ষোভ হয়েছে। এতে পুলিশের সঙ্গে ব্যাপক ধড়পাকড়ের ঘটনা ঘটে।

ধর্ষণবিরোধী শ্লোগানে উত্তাল এখন ভারতের উত্তরপ্রদেশের রাজপথ। হাজার হাজার মানুষের এক্টাই দাবি ধর্ষ্কের সর্বোচ্চ সাজা। সচেতন ভারতীয়দের এই বিক্ষোভ আটকে দিয়ে লাঠিচার্জ করে পুলিশ। এতে পুলিশ অ বিজেপি সরকারের উপর ক্ষোব্ধ ভারতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উত্তরপ্রদেশের হাথ্রসে দলিত সম্প্রদায়ের তরুণীকে ধর্ষণ, তার মৃত্যু ও যোগী আদিত্যনাথ সরকারের ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্ঠার বিরুদ্ধে উত্তাল ভারতের বিভিন্ন শহর। এই অবস্থায় ওই তরুণির ভাই ন্যায় বিচার চেয়েছেন।

উত্তরপ্রদেশ সফরের পর রোববার পাঞ্জাবে বিক্ষোভ করেন কংগ্রেসের জ্যাষ্ঠ নেতা রাহুল গান্ধী। এ সময় তিনি বিতর্কিত কৃষি বিলের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, কৃষকদের ভাতে মারতে চায় বিজেপি। এছাড়া ক্ষমতাসীনদের ছত্রছায়ায় দেশে একের পর এক ধর্ষণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

যে উত্তর প্রদেশের বিজেপি প্রশাসন নিয়ে এত অভিযোগ সে প্রশাসনের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উল্টো কংগ্রেস সহ ধর্ষণের প্রতিবাদকারীদের দাঙ্গা সৃষ্ঠিকারী হিসেবে আখ্যা দিয়েছেন। আগামীতে কয়েকটি রাজ্যের বিধান সভা নির্বাচনকে ঘিরে বিরধীরা মরিয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতারা।

Exit mobile version