Site icon Amra Moulvibazari

চুরি গেলো দিল্লি ক্যাপিটালসের ১৬টি ব্যাট

চুরি গেলো দিল্লি ক্যাপিটালসের ১৬টি ব্যাট


ছবি: সংগৃহীত

দিল্লি বিমানবন্দরে দলের লাগেজ থেকে ব্যাট, প্যাড, গ্লাভসসহ নানা ধরনের ক্রীড়া সরঞ্জাম চুরি হয়েছে দিল্লি ক্যাপিটালসের। এর মধ্যে ব্যাটই রয়েছে ১৬টি। ডেভিড ওয়ার্নারের তিনটি, মিচেল মার্শের দু’টি ও ফিল সল্টের তিনটি ব্যাট চুরি হয়েছে। খবর সংবাদ প্রতিদিন’র।

বেঙ্গালুরু থেকে বিমানে করে দিল্লি ফেরার সময়ই এ ঘটনা। ক্যাপিটালসের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখে অভিযোগও করা হয়েছে। প্রত্যেক ক্রিকেটারই নিজেদের কিট ব্যাগ পাওয়ার পর দেখেন, তাদের কোনো না কোনো সরঞ্জাম খোয়া গেছে।

এই ঘটনায় গোটা দলই হতভম্ব। দিল্লি ক্যাপিটালসের এক কর্মকর্তা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, দলের খেলোয়াড়েরা অবাক। সবারই কিট ব্যাগ থেকে কিছু না কিছু খোয়া গেছে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এনএএস



Exit mobile version