Site icon Amra Moulvibazari

সিরাজগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

সিরাজগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত


ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় মাহমুদুল্লাহ নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বেলকুচি উপজেলার আজুগড়া জামাত মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় চেয়ারম্যান লাজুক বিশ্বাস জানান,  রাতে জেনিন এন্টারপ্রাইজের একটি  যাত্রীবাহী বাস ঢাকা হইতে ছেড়ে  আসা (বেলকুচি-এনয়েতপুর) আঞ্চলিক সড়কের আজুগড়া জামাত মোড় এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেি মটর সাইকেল চালক গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ ড্যাফোডিল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

বেলকুচি থানার উপ-পরিদর্শক নূর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই মোটরসাইকেল চালককে আহত অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএইচ



Exit mobile version