Site icon Amra Moulvibazari

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় উত্তাল রাজধানী!

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় উত্তাল রাজধানী!

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে এখন উত্তাল সারাদেশ। রাজধানীসহ বিভিন্ন জায়গায় এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সম্প্রতি ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বাড়ায় তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন সব বয়সী মানুষ।

রাজধানীর উত্তরায় রাস্তা অবরোধ করে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেন বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও। প্রায় ঘন্টা দুয়েক রাস্তা অবরোধ করে রাখেন তারা।

ধর্ষণ এবং নির্যাতঙ্কারীদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগও। শ্লোগান আর গর্জনে প্রতিবাদের হুংকার। সোমবার সকাল থেকেই শাহবাগ মোড় ও জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন ছাত্র জনতা। মানববন্ধন বিক্ষোভ আর মিছিলে বেলা ১২ তার দিকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি।

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্ব্রোচিত নির্যাতন, সিলেটের এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণ সহ সাম্প্রতিক প্রত্যেক্টি ঘটনার বিচারের দাবি জানান তারা। শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন শিক্ষক, ডাক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Exit mobile version