Site icon Amra Moulvibazari

সেভিয়ায় পাড়ি জমালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স টেলেস

সেভিয়ায় পাড়ি জমালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স টেলেস


ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে সেভিয়ায় পাড়ি জমালেন আলেক্স টেলেস। এক বছরের জন্য স্পেনের দলটিতে খেলবেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

এক বিবৃতিতে ২৯ বছর বয়সী টেলেসের নতুন ক্লাবে যাওয়ার কথা জানিয়েছে ইউনাইটেড। এই সময়ে পুরো মৌসুমের বেতন দেবে সেভিয়া। তবে টেলেসকে কিনে নেয়ার বাধ্যবাধকতা নেই দলটির।

২০২০ সালের অক্টোবরে পোর্তো থেকে ইউনাইটেডে যোগ দেন এই ব্রাজিলিয়ান। দুই মৌসুমে ক্লাবটির হয়ে খেলেছেন ৫০ ম্যাচ। এদিকে গত মৌসুমে টেবিলের চতুর্থ স্থানে থেকে লা লিগা শেষ করেছিল সেভিয়া। নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে তারা।
আরও পড়ুন: ৫ বছরের চুক্তিতে পিএসজিতে রেনাতো সানচেজ
ইউএইচ/



Exit mobile version