Site icon Amra Moulvibazari

চরম আর্থিক সংকটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চরম আর্থিক সংকটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

আর্থিক সংকট মেটাতে এবার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলাের কাছ থেকে সার্ভিস চার্জ আদায় করার চিন্তা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন । প্রশাসক বলছেন , বন্দর , কাস্টমস ও ইপিজেড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলাে থেকে টাকা আদায় করে তাদের উন্নয়নেই ব্যায় করা হবে । বিশ্লেষকরা বলছেন , সিটি কর্পোরেশনের এই উদ্যোগ ভালাে হলেও আইনগত কিছু সীমাবদ্ধতা রয়েছে । যা নিরসনে উদ্যোগী হতে হবে সরকারকেই ।

চরম আর্থিক সংকটে পড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন । পর্যাপ্ত অর্থ না থাকায় কর্মকর্তা – কর্মচারীদের নিয়মিত বেতন – ভাতা পরিশােধও করতে পারছেনা প্রতিষ্টানটি । এ সংকট নিরসনে নানা শ্রেণীপেশার প্রতিনিধিদের সমন্ময়ে পরামর্শক কমিটি নিয়ােগ করেন সিটি প্রশাসক । শনিবার যার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ।

এ বৈঠকেই বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে সার্ভিস চার্জ আদায় করার সিদ্ধান্ত হয় । অবশ্য প্রশাসক বলছেন , বন্দর , কাস্টমস ও ইপিজেড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলাে থেকেই এই টাকা আদায় করে তাদের উন্নয়নেই ব্যায় করা হবে । নগর পরিকল্পনাবিদরা বলছেন , হােল্ডিং ট্যাক্সের বাইরে সার্ভিস চার্জ আদায়ের এমন নজির সিটি কর্পোরেশনে না থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে আছে ।

তাই সব স্টোকহােল্ডারদের সঙ্গে বসে তাদের মতামত নিয়েই বাস্তবায়ন করতে হবে বিশ্লেষকরা বলছেন , সিদ্ধান্ত বাস্তবায়নের আগে তার আইনগত জটিলতা নিরসন করতে হবে প্রতিষ্ঠানটিকে । আর এতে এগিয়ে আসতে হবে সরকারকেও । এর আগে সদ্য বিদায়ী মেয়র আ.জ.ম নাসির উদ্দিন ট্যাক্স বাড়ানাের উদ্যোগ নিয়েও নগরবাসীর আপত্তির মুখে সফল হতে পারেননি ।

Exit mobile version