আর্থিক সংকট মেটাতে এবার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলাের কাছ থেকে সার্ভিস চার্জ আদায় করার চিন্তা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন । প্রশাসক বলছেন , বন্দর , কাস্টমস ও ইপিজেড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলাে থেকে টাকা আদায় করে তাদের উন্নয়নেই ব্যায় করা হবে । বিশ্লেষকরা বলছেন , সিটি কর্পোরেশনের এই উদ্যোগ ভালাে হলেও আইনগত কিছু সীমাবদ্ধতা রয়েছে । যা নিরসনে উদ্যোগী হতে হবে সরকারকেই ।
চরম আর্থিক সংকটে পড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন । পর্যাপ্ত অর্থ না থাকায় কর্মকর্তা – কর্মচারীদের নিয়মিত বেতন – ভাতা পরিশােধও করতে পারছেনা প্রতিষ্টানটি । এ সংকট নিরসনে নানা শ্রেণীপেশার প্রতিনিধিদের সমন্ময়ে পরামর্শক কমিটি নিয়ােগ করেন সিটি প্রশাসক । শনিবার যার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ।
এ বৈঠকেই বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে সার্ভিস চার্জ আদায় করার সিদ্ধান্ত হয় । অবশ্য প্রশাসক বলছেন , বন্দর , কাস্টমস ও ইপিজেড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলাে থেকেই এই টাকা আদায় করে তাদের উন্নয়নেই ব্যায় করা হবে । নগর পরিকল্পনাবিদরা বলছেন , হােল্ডিং ট্যাক্সের বাইরে সার্ভিস চার্জ আদায়ের এমন নজির সিটি কর্পোরেশনে না থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে আছে ।
তাই সব স্টোকহােল্ডারদের সঙ্গে বসে তাদের মতামত নিয়েই বাস্তবায়ন করতে হবে বিশ্লেষকরা বলছেন , সিদ্ধান্ত বাস্তবায়নের আগে তার আইনগত জটিলতা নিরসন করতে হবে প্রতিষ্ঠানটিকে । আর এতে এগিয়ে আসতে হবে সরকারকেও । এর আগে সদ্য বিদায়ী মেয়র আ.জ.ম নাসির উদ্দিন ট্যাক্স বাড়ানাের উদ্যোগ নিয়েও নগরবাসীর আপত্তির মুখে সফল হতে পারেননি ।