Site icon Amra Moulvibazari

নাটোরের শহীদ মিনার থেকে বোমা উদ্ধার

নাটোরের শহীদ মিনার থেকে বোমা উদ্ধার


বোমাটি উদ্ধার করছেন বোম ডিসপোজাল ইউনিটের সদস্য।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের শহীদ মিনার থেকে একটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (১৯ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনের শহীদ মিনার থেকে বোমাটি উদ্ধার করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ও নাটোর র‍্যাবের ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, রোববার তারা জানতে পারেন লক্ষ্মীপুরের খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনের শহীদ মিনারে একটি সার্কিট বোমা কে বা কারা রেখে গেছে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি তাদের নিয়ন্ত্রণে নেয়।

পরে র‍্যাবের বোম ডিসপোজাল রাজশাহী টিমকে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে। পরে বোমাটি পরীক্ষা-নিরীক্ষা করে পাশের একটি ইটভাটায় নিয়ে গিয়ে তা নিস্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দে ভারী হয়ে ওঠে আশপাশের বাতাস।

ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য এরই মধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু জানান, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য কোনো দুস্কৃতিকারী এমন ঘটনা ঘটিয়েছে।

এসজেড/



Exit mobile version