Site icon Amra Moulvibazari

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘট চলছে

সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘট চলছে


সাতক্ষীরা প্রতিনিধি:

পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি। বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

বাস বন্ধের কারণ হিসেবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসন মাইকিং করে শহরের পরিবহন কাউন্টারের সামনে বাস রাখায় নিষেধাজ্ঞা দেয়। এর বদলে বাইপাস সড়ক এলাকায় বাস রাখার নির্দেশনা দিয়েছে, যা শহরের বাইরে। শহর থেকে টিকিট নিয়ে সেখানে গিয়ে যাত্রী ওঠানো মুশকিল। সে কারণে ঈদের আগে যাত্রী কম হচ্ছে বলেও অভিযোগ তাদের।

এদিকে, যাত্রীরা কাউন্টার থেকে ফিরে যাচ্ছেন। অনেকে টিকিট কেটেও দূর-দুরান্তে যেতে পারছেন না।

/এমএন



Exit mobile version