Site icon Amra Moulvibazari

গলুই কি শাকিব খানের ক্যারিয়ারের সেরা গল্পনির্ভর সিনেমা হতে যাচ্ছে!

গলুই কি শাকিব খানের ক্যারিয়ারের সেরা গল্পনির্ভর সিনেমা হতে যাচ্ছে!


গলুই সিনেমার ট্রেলারে দেখা গেছে শাকিব-পূজার রোমান্স।

এবারের ঈদে মুক্তি পাবে ৪টি সিনেমা। তার মধ্যে দুটি সিনেমাই শাকিব খানের। শাকিব খান ও পুজা চেরি অভিনীত সিনেমা গলুই নির্মাণের শুরু থেকেই আলোচনায়। সিনেমার ট্রেলার প্রকাশে আরও বেড়েছে সে আলোচনা।

সরকারি অনুদানে নির্মিত সিনেমা গলুই; নির্মাণ করেছেন স্বনামধন্য পরিচালক এস এ হক অলিক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় প্রথমবারের মতো সিনেমাটিতে জুটিবদ্ধ হয়েছেন শাকিব খান ও পূজা চেরি। ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটিই হতে পারে শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সেরা গল্পনির্ভর সিনেমা- এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকে।

আরও পড়ুন: শাকিব খানের ঈদের চমক, মুক্তি পেলো ‘গলুই’ এর টিজার

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হয়েছে গলুই। সিনেমায় মালা চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। আর শাকিব খান অভিনয় করছেন লালু চরিত্রে। ৩ মিনিট ৫ সেকেণ্ডের ট্রেলারে শাকিব-পূজার রোমান্সের পাশাপাশি দেখা গেছে বিয়ে-বিরহ।

/এসএইচ



Exit mobile version