Site icon Amra Moulvibazari

পাবনায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযােগ উঠেছে : প্রতিবেশীর বিরুদ্ধে

পাবনায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযােগ উঠেছে : প্রতিবেশীর বিরুদ্ধে

পাবনায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযােগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে । এ ঘটনায় ভুক্তভােগী শিশুর পরিবার বিচার চেয়ে মামলা করেছে । ঘটনার পর থেকেই পলাতক প্রতিবেশি রানু শেখ । তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ ।গেল ২৫ সেপ্টেম্বর বিকেলে সুজানগর উপজেলার গুপিনপুর গ্রামের ওই শিশুকে চকলেট কিনে দেয়ার প্রলােভনে নিজ বাড়িতে ডেকে নেয় প্রতিবেশী রানু শেখ ।

সেখানে আটকে রেখে শিশুটিকে ধর্ষণ করে সে । এক পর্যায়ে শিশুটির চিৎকারে স্বজনরা ছুটে এলে পালিয়ে যায় রানু শেখ । স্বজনরা শিশুটিকে উদ্ধার স্থানীয় হাসপাতালে ভর্তি করেন । হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির অবস্থা কিছুটা উন্নতি হলে তার মা বাদী হয়ে সুজানগর থানায় মামলা করেন ।

এর আগেও রানু শেখের বিরুদ্ধে প্রতিবেশী নারীদের উত্যক্ত করার অভিযােগ রয়েছে । তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।বদরুদ্দোজা , ভারপ্রাপ্ত কর্মকর্তা , সুজানগর থানা , পাবনা ।

রানু শেখকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা

Exit mobile version