Site icon Amra Moulvibazari

টাইগার পেসারদের নৈপুণ্যে ১০১ রানে গুটিয়ে গেল আইরিশরা

টাইগার পেসারদের নৈপুণ্যে ১০১ রানে গুটিয়ে গেল আইরিশরা


ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টাইগার পেসারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১০১ রানেই গুটিয়ে গেছে আইরিশরা। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ।এছাড়াও, প্রথমবারের মতো প্রতিপক্ষের ১০ উইকেট নেয়ার কীর্তি গড়লো বাংলাদেশের পেসাররা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ম্যাচের শুরু থেকেই টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে চাপে পড়ে আইরিশ ব্যাটিং লাইনআপ। দলীয় ১২ রানে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। মুশফিকুর রহিমের তালুবন্দী করে স্টেফেন ডোহেনিকে দেখান প্যাভিলিয়নের পথ।

এরপর, বেশিক্ষণ থিতু হতে পারেননি পল স্টার্লিং ও হ্যারি টেক্টর। হাসান মাহমুদের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শিকারে পরিণত হন তারা। ব্যক্তিগত ৬ রানে অ্যান্ডি বালবার্নিকে সাজঘরে ফেরান তাসকিন। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় আইরিশরা।

ছবি: সংগৃহীত

পাওয়ার প্লে’র মধ্যে ৪ উইকেট হারানোর পর পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়ে যান লরকান টাকার ও কার্টিস ক্যাম্পার। ইবাদতের করা ১৪তম ওভারে তিনটি চার মেরে দলীয় পঞ্চাশ পূরণ করেন টাকার। অফস্টাম্পের বাইরের বল প্রথমে পয়েন্ট দিয়ে চার মারেন কিপার-ব্যাটসম্যান। ফুল টস পেয়ে পরের ডেলিভারিকেও পাঠান সোজা বাউন্ডারিতে। এক বল পর পুল করে স্কয়ার লেগ দিয়ে আরও একবার বল সীমানা ছাড়া করেন তিনি।

পাল্টা আক্রমণে জুটি গড়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছিলেন ক্যাম্পার-টাকার জুটি। তবে এ জুটিকে আটকে দেন ইবাদত। দারুণ এক ইয়র্কারে ফেরান টাকারকে। ইবাদতের ইয়র্কারে সামনের পায়ে খেলার চেষ্টা করেছিলেন আয়ারল্যান্ডের কিপার-ব্যাটসম্যান। ব্যাট নেমে আসার আগেই বল আঘাত হানে তার পায়ের পাতায়। আউটের সিদ্ধান্ত জানাতে সময় নেননি আম্পায়ার।

ছবি: সংগৃহীত

রিভিউ নিয়েও সফল হননি টাকার। ৪ চারে ৩১ বলে ২৮ রান করেন তিনি। টাকারের বিদায়ে ভাঙে ক্যাম্পারের সঙ্গে ৪১ রানের পঞ্চম উইকেট জুটি। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম উইকেটে আইরিশদের সর্বোচ্চ জুটি এটি। পরের বলে ফের আঘাত হানেন ইবাদত। অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি পুরোপুরি ভুল লাইনে খেলে বোল্ড হন জর্জ ডকরেল।

২২তম ওভারের প্রথম বলে খাটো লেংথের ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন। টাইমিংয়ের গড়বড়ে ক্যাচ উঠে যায় শর্ট মিড উইকেটে। অনায়াসে সেটি লুফে নেন নাসুম। দুই বল পর মিডল স্ট্যাম্প লাইনের ডেলিভারি ফেরাতে পারেননি মার্ক অ্যাডায়ার। তার ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল আঘাত হানে স্টাম্পে। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনিও।

ছবি: সংগৃহীত

শেষের দিকে ক্যাম্ফার চেষ্টা করলেও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। দলীয় ৯৬ রানে হাসানের বলে আউট হন এ আইরিশ অলরাউন্ডার। এরপর ১০১ রানে গ্রাহাম হিউমকে আউট করেন হাসান মাহমুদ। যার ফলে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন তিনি। এছাড়াও পেসার তাসকিন নিয়েছেন ৩ উইকেট ও ইবাদত নেন ২টি উইকেট। আইরিশদের হয়ে ব্যাটার কার্টিস ক্যাম্ফার করেছেন সর্বোচ্চ ৩৭ রান।

/আরআইএম



Exit mobile version