Site icon Amra Moulvibazari

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

{"subsource":"done_button","uid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1601310249846","source":"other","origin":"gallery","source_sid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1601310249864"}

জালিয়াতি – প্রতারণায় আলােচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মােহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে অবৈধ অস্ত্র রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত । ঢাকার মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ সােমবার এ মামলার রায় ঘােষণা করেন ।

এর আগে , গত ৬ জুলাই বিভিন্ন অনিয়মের কারণে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‍্যাব।এরপর সাহেদ পালিয়ে যায় । গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে যাব । ১৯ জুলাই সাহেদকে নিয়ে তার উত্তরার বাসার সামনে অভিযান চালায় ডিবি পুলিশ ।

এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয় । মামলার রায়ে সন্তুষ্ট সরকারি আইনজীবীরা ।সরকারি কৌসুলি জানান , অস্ত্র মামলায় এটি একটি যুগান্তকারী রায় । এটি প্রতারকদের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা দেবে , যে কেউ বিচারের উর্ধে নয় ।

অন্যদিকে , রায়ে ক্ষোভ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামীপক্ষের আইনজীবী ।

Exit mobile version