Site icon Amra Moulvibazari

রেকর্ড দরপতন বিটকয়েনের

রেকর্ড দরপতন বিটকয়েনের


ছবি: সংগৃহীত

রেকর্ড দরপতন ঘটলো ডিজিটাল মুদ্রা বিটকয়েনের। ২০২০ সালের ডিসেম্বরের পর ক্রিপ্টো কারেন্সির মূল্য নামলো ২০ হাজার মার্কিন ডলারের নিচে। অর্থাৎ, গেলো ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে মুদ্রাটির।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের সংবাদ অনুসারে, বাজার মূল্যের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা বিটকয়েনের মূল্য শনিবার (১৮ জুন) বিকেলে ১৩ দশমিক ৭ শতাংশেরও বেশি কমে যায়। এতে করে এর মূল্য ১৭ হাজার ৫৯৩ ডলারে নেমে আসে।

শুধু বিটকয়েন নয়, অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেমন ইথিরিয়াম, সোলানা এবং বিএনবিও এর দরে পতন হয়েছে। বিটকয়েনের পর সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথিরিয়াম। এই মুদ্রার বাজারদর এখন ১ হাজারের ঘরে। এটিও চলতি বছরে ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে।

বিশ্লেষকদের মতে, ক্রিপ্টোকারেন্সির দামের পতন শেয়ার বাজার এবং অন্যান্য সম্পদের দামের পতনের সাথে সামঞ্জস্যপূর্ণ। ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ভার্চুয়াল মুদ্রা এবং তা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হয়ে থাকে।

এটিএম/



Exit mobile version