Site icon Amra Moulvibazari

এমসি কলেজে তরুণী গণধর্ষণের প্রধান আসামী সাইফুর ও অর্জুন লস্কর গ্রেফতার!

এমসি কলেজে তরুণী গণধর্ষণের প্রধান আসামী সাইফুর ও অর্জুন লস্কর গ্রেফতার!

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণী ধর্ষণের ঘটনার প্রধান আসামী সাইফুরকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সুনামগঞ্জের ছাতক থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়াও হবিগঞ্জের মাধবপুর থেকে আরেক আসামী অর্জুন লস্করকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের ধরতেও অভিযান চলছে।

এর আগে এই ঘটনায় ছয় জনের নাম উল্লেখ সহ নয়জনকে আসামী করে গতকাল শাহ পরাণ থানায় বাদী হয়ে মামলা করেন নির্যাতিতার স্বামী।

এতে ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে ধর্ষণ ও অস্ত্র মামলার প্রধান আসামী করা হয়। এছাড়া শাহ রনি, তারেক আহমদ, রবিউল, মাহফুজুর রহমান মাসুম ও অর্জুন লস্করের নাম উল্লেখ করা হয়।

শুক্রবার সন্ধ্যায় স্বামীকে নিয়ে এমসি কলেজে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। এই সময় কলেজ ক্যাম্পাস থেকে অভিযুক্তরা তাদের জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করে তারা। পরে শাহ পরাণ থানা পুলিশ তাদের উদ্ধার করে।

ওই রাতেই ছাত্রাবাসে অভিযান চালিয়ে সাইফুরের কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

Exit mobile version