Site icon Amra Moulvibazari

আগামী বছরই ব্যাপক হারে টিকা সরবরাহ করবে চীনা ফার্মাসিউটিক্যাল ফার্ম সিনােভ্যাক

আগামী বছরই ব্যাপক হারে টিকা সরবরাহ করবে চীনা ফার্মাসিউটিক্যাল ফার্ম সিনােভ্যাক

আগামী বছরই ব্যাপক হারে টিকা সরবরাহ করা হবে বলে দাবী সিনােভ্যাক এর । একইসঙ্গে সেপ্টেম্বরের শুরুতে রাশিয়ায় চালানাে ভ্যাকসিনের ট্রায়ালের ভালাে ফল এসেছে বলে দাবী করেছে চীনের আরেক কোম্পানি ক্যানসিনাে বায়ােলজিকস । এদিকে যুক্তরাষ্ট্রে করােনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চালাতে এখনাে এফডিএ এর অনুমতির অপেক্ষায় রয়েছে অ্যাস্ট্রাজেনেকা ।

চূড়ান্ত ধাপের পরীক্ষায় থাকা কোভিড ১৯ – এর একটি টিকা আগামী বছরের শুরুর দিকে ব্যাপক হারে সরবরাহ করা হবে । চীনা ফার্মাসিউটিক্যাল ফার্ম সিনােভ্যাক বায়ােটেকের প্রেসিডেন্ট ইয়িন ওয়েডং বৃহস্পতিবার একথা জানান ।করােনাভ্যাক নামের টকাটি বছরে ৩০ কোটি ডােজ তৈরির সক্ষমতা সিনােভ্যাকের রয়েছে বলে জানিয়েছেন তিনি ।

এদিকে রাশিয়ায় মস্কোয় চীনা করােনা টিকার বড় আকারে চালানাে ক্লিনিক্যাল ট্রায়ালে স্বেচ্ছাসেবীদের মাঝে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি । চলতি মাসের শুরুতে চালানাে পরীক্ষার ফল ভালাে আসায় রুশ সরকার তৃতীয় ধাপের পরীক্ষার অনুমতি দিয়েছে বলে জানিয়েছে চীনা টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যানসিনাে বায়ােলজিকস । চলতি মাসের শুরুতে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ট্রায়ালের তৃতীয় ধাপে এক স্বেচ্ছাসেবী অসুস্থ্য হয়ে পড়ায় সাময়িকভাবে টিকার পরীক্ষা স্থগিত হয় ।

কিন্তু পুনরায় আবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্রায়াল শুরুহলেও এখনও অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র । নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান এফডিএ এর অনুমতির অপেক্ষায় রয়েছে অ্যাস্ট্রাজেনেকা । এ অবস্থায় ফেডারেল সরকার কোন ধরনের করােন ভ্যাকসিনের অনুমােদন না দিলেও , নিউইয়র্কে সম্পূর্ণ আলাদাভাবে তা পুনর্বিচার করা হবে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর এন্ড্রু কুমাে ।

Exit mobile version