Site icon Amra Moulvibazari

সৌদি এয়ারলাইন্সের সামনে সড়ক অবরােধ করে বিক্ষোভ

সৌদি এয়ারলাইন্সের সামনে সড়ক অবরােধ করে বিক্ষোভ

রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে সড়ক অবরােধ করে বিক্ষোভ করছেন টিকিট প্রত্যাশীরা পরে , অতিরিক্তপুলিশ মােতায়েন করে যানচলাচল স্বাভাবিক করা হয় শনিবার ৫৫০ টি টিকিট বিতরন করে সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ তবে ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে যাওয়ায় অনিশ্চিয়তায় বিক্ষোভরত প্রবাসীরা

তারা টিকিটের জন্য ভিড় করছেন মতিঝিলের বিমান কার্যালয়ে ৮৫১১৪০০ টোকেনধারীদের টিকিট দেয়া হচ্ছে আজ এরই মধ্যে ঢাকাস্থ সৌদি দুতাবাস জানিয়েছে , যেসব সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ ইতােমধ্যে শেষ হয়েছে , কাল থেকে তার নবায়নের কার্যক্রম শুরু করবে তারা

Exit mobile version