Site icon Amra Moulvibazari

নীলা রায় হত্যা মামলার প্রধান আসামী বখাটে মিজান গ্রেফতার

নীলা রায় হত্যা মামলার প্রধান আসামী বখাটে মিজান গ্রেফতার

সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামী মিজান সহ তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯ টার দিকে উলাইল এলাকার একটি ইট ভাটা থেকে তাদের গ্রেফতার করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

এর আগে মানিকগঞ্জের চারি গ্রামে অভিযান চালিয়ে মিজানের বাবা আইয়ুব আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাকে গ্রেফতার করে র্যাব। তাদেরকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।স্কুলছাত্রী নীলা হত্যা মামলার এজহারভুক্ত আসামী তারা।

গেলো রোববার সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণীর ছাত্রী নীলাকে ছুরিকাঘাতে হত্যা করে মিজান। পরে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

এদিকে নীলা রায় হত্যার প্রতিবাদে শুক্রবার সকালে সাভারে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোট। সাভার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় তারা নীলা হত্যা মামলার সব আসামীকে গ্রেফতার ও তাদের সর্বোচ্চ সাজার দাবি জানান। মানববন্ধনে আগামী ৩০ সেপ্টেম্বর দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন সহ বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দেন তারা।

Exit mobile version