হোটেলে প্রতিদিন ৪-৫ হাজার মরা মুরগি বিক্রি করা হয় বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
বুধবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভেজাল প্রতিরোধ, মান ও মূল্য নিয়ন্ত্রণ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, গ্রাম থেকে যখন ঢাকায় মুরগি আনা হয় তখন ওঠানো-নামানোর সময় প্রতিদিন ৪ থেকে ৫ হাজার মুরগি মারা যায়। এগুলো দেখবেন রাস্তায় বা কোথাও নেই। এগুলো হোটেলে বিক্রি করছে। এটি কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
/এনএএস