নিলামে বিক্রি হলো সাড়ে ছয় কোটি বছর আগের একটি ডাইনোসরের কঙ্কাল। মঙ্গলবার (১৮ এপ্রিল) সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয় এ নিলাম। খবর দ্য গার্ডিয়ান’র।
৩৮ ফুট দীর্ঘ টি-রেক্স ডাইনোসরটি বিক্রি হয়েছে ৬১ লাখ ডলারে। ইউরোপে টি রেক্স প্রজাতির ডাইনোসর নিলামে তোলার ঘটনা এই প্রথম।
আজ থেকে অন্তত ৬ কোটি ৭০ লাখ বছর আগে পৃথিবীতে বিচরণ ছিল টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স প্রজাতির ডাইনোসরের।
ইউরোপে টি-রেক্স প্রজাতির নিলাম এই প্রথম। নিলামকারী প্রতিষ্ঠান কোলার অকশন্স জানিয়েছে, বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া তিনটি ডাইনোসরের ২৯৩টি হাড়ের সমন্বয়ে পূর্ণাঙ্গ কঙ্কালের রূপ দেয়া হয়েছে। টিআরএক্স-২৯৩ ট্রিনিটি নামের কঙ্কালটি ৩৮ ফুট দীর্ঘ, উচ্চতা ১২ ফুট ৮ ইঞ্চি।
২০০৮ সালের পর, যুক্তরাষ্ট্রের মন্টানা ও ওয়াইয়োমিং অঙ্গরাজ্যে এই হাড়গুলো পাওয়া যায়। পরে কয়েক ভাগে নেয়া হয় সুইজারল্যান্ডে।
এর আগে, ১৯৯৮ সালে, যুক্তরাষ্ট্রে সু নামের টি রেক্স প্রজাতির একটি কঙ্কাল নিলামে বিক্রি হয় ৮৪ লাখ ডলারে। ২০২০ সালে সেখানেই, ৩ কোটি ১৮ লাখ ডলারে স্ট্যান নামের আরেকটি কঙ্কাল বিক্রি হয়।
/এনএএস