মায়ের গর্ভে থাকা অবস্থায় এক শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার করেছেন যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক। খবর সিএনএন‘র।
অস্ত্রোপচারের প্রক্রিয়াটি দু’টি হাসপাতালে সম্পন্ন হয়েছে। হাসপাতাল দু’টি হলো যুক্তরাষ্ট্রের বোস্টনের ব্রিগহাম অ্যান্ড ওমেন্স হসপিটাল এবং বোস্টন চিলড্রেনস হসপিটাল।
শিশুটির মস্তিষ্কে রক্তনালিতে অস্বাভাবিকতা থাকায় এই অস্ত্রোপচার করা হয়।
বোস্টন চিলড্রেনস হসপিটালের রেডিওলজিস্ট ড্যারেন অরবাচ বলেন, মস্তিষ্কে গুরুতর আঘাত নিয়ে শিশুটির জন্ম নেয়ার ঝুঁকি ছিল। এ ছাড়া শিশুটি জন্মের পরপরই জটিল হৃদরোগে আক্রান্ত হতে পারত। তাই জন্মের আগেই শিশুটির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
/এনএএস