Site icon Amra Moulvibazari

চ্যালেঞ্জ মোকাবেলায় মান্ধাতার আমলেই পড়ে আছে জাতিসংঘঃ নরেন্দ্র মোদি

চ্যালেঞ্জ মোকাবেলায় মান্ধাতার আমলেই পড়ে আছে জাতিসংঘঃ নরেন্দ্র মোদি

জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংস্থাটির জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে তাগিদ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় জাতিসংঘ ব্যর্থ বলে অভিযোগ করেন মোদি। এদিকে মহামারি চলাকালে এবং পরবর্তী সময়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শক্ত পদক্ষেপ গ্রহণের তাগিদ বেশিরভাগ সদস্যরাষ্ট্রের।

করোনা মহামারীর কারণে ভিন্ন আবহে শুরু হচ্ছে জাতিসংঘের ৭৫তম অধিবেশন। এই অধিবেশনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস সরাসরি যোগ দিলেও ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন বিশ্ব নেতারা।

৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতিসংঘের কর্মকান্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং করণীয় নিয়ে আসে নানা প্রস্তাবনা। মহামারী চলাকালে এবং পরবর্তি সময়ে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান আসে।

ভারতীয় প্রধানমন্ত্রী জরুরী ভিত্তিতে সংস্থাটির সংস্কার দাবি করেন ভার্চুয়াল বক্তব্যে। বলেন বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে অনেকটাই সেকেলে জাতিসংঘ। তিনি বলেন মান্ধাতার আমলের কাঠামো নিয়ে বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব। গঠনমূলক সংস্কার ছাড়া জাতিসংঘ আস্থা সংকটে পড়বে।

বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে ১৯৪৫ সালের জুন মাসে স্বাক্ষরিত হয় জাতিসংঘ সনদ। ৭৫ বছরের পথ পরিক্রমায় ১৯৩ সদস্য যুক্ত হয়েছে সংস্থাটিতে। শান্তিরক্ষা, ঠিকা কর্মসূচির মতো বিষয়ে বড় ভুমিকা রাখলেও অনেক বিরোধ নিরসনে ব্যররথতা নিয়ে সমালোচনাও কম নেই জাতিসংঘের।

Exit mobile version