Site icon Amra Moulvibazari

ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে ভি.পি নূরকে গ্রেফতার

ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে ভি.পি নূরকে গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রাতে ভিপি নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেসহ করে।

পরে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে শাহবাগ মোড়ে আসে। শাহবাগ মোড়ে আসলে পুলিশ তাদের মিছিল আটকে দেয়। এ সময় ভি.পি নূরের পক্ষ থেকে জানানো হয় তারা মিছিলটি নিয়ে শাহবাগ পর্যন্ত যাবে এবং সেখানেই তাদের সমাবেশ শেষ করবে। পুলিশকে অনুরোধ করা হয় সেখানে যেনো লাঠিচার্জ করা না হয়।

ভি.পি নূর পুলিশকে বলেন যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে স্বেচ্ছায় তিনি গ্রেফতার হতে রাজি আছেন। কিছুক্ষণ পর বিক্ষোভ মিছিলটি নিয়ে শাহবাগ থেকে মৎস ভবনের মূল সড়কে আসতে চাইলে সেখানে ব্যপক সংঘর্ষ হয় পুলিশের সাথে বিক্ষোভকারীদের।

পুলিশ সেখানে তাদের লাঠিচার্জ করে। মিছিলটি ছত্রভঙ্গ করে বিক্ষোভকারীদের ধরপাকড় করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ভি.পি নূর সহ অন্তত সাত জনকে আটক করেছে। আটক করে তাদের সবাইকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, যানবাহন ক্ষতিগ্রস্থ ও ভাঙচুর করায় এবং পুলিশের উপর হামলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ভি.পি নূর সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version