Site icon Amra Moulvibazari

খুলনা মহানগরীতে সড়ক ও ফুটপাতে ইট – বালুর অবৈধ ব্যবসা

খুলনা মহানগরীতে সড়ক ও ফুটপাতে ইট – বালুর অবৈধ ব্যবসা

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাত দখল করে ইট – বালুর অবৈধ ব্যবসা জমে উঠেছে । এছাড়া , সড়কের পাশে বাড়ি নির্মাণ সামগ্রী রাখায় চলাচলে বিঘ্ন ঘটছে । কয়েকটি স্থানে ফুটপাত দখল করেই গড়ে উঠেছে অবৈধ স্থাপনা ।

তবে , অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার কথা জানিয়েছে সিটি করপােরেশন । মহানগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে ফের মাথাচাড়া দিয়েছে অবৈধ দখলদাররা । নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ফুটপাত দখল করে চলছে হােটেল – রেস্তোরা , মটরসাইকেল বিক্রির শাে – রুম ও ইট – বালুর ব্যবসা ।

 

এমনকি ফুটপাত দখল করে গড়ে উঠেছে ডায়গনস্টিক সেন্টার , কাপড় বিক্রির দোকান কিংবা স্টিলের মালামাল বা চা – পান বিক্রির দোকানও । ফুটপাত দখল হয়ে যাওয়ায় সড়কে নেমে চলাচল করছেন সাধারণ মানুষ । এছাড়া , কেডিএ এভিনিউ , সাতরাস্তার মােড় , রয়েল মােড়ে ঘন্টার পর ঘন্টা ব্যক্তিগত গাড়ি ও পরিবহনের বাস রাস্তা দখল করে দাড়িয়ে থাকে ।

এতে সড়কে যানবাহন চলাচলে ভােগান্তি পােহাতে হয় । প্রায়ই ঘটছে দুর্ঘটনাও । সিটি করপােরেশন কর্তৃপক্ষ জানায় , রানার সময় কয়েকমাসে অভিযান না থাকায় ফুটপাতে অবৈধ দখল বেড়ে গেছে । দখলমুক্ত রাখতে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান । খুলনা মহানগরীতে ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে , এমনটাই প্রত্যাশা নগরবাসীর ।

Exit mobile version