Site icon Amra Moulvibazari

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের ঘটনা তদন্তে কমিটি

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের ঘটনা তদন্তে কমিটি


লক্ষ্মীপুরে একটি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে ৩ জন। আহত অন্তত ২০। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীন লাইফ ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এই ফিলিং স্টেশনে মেঘনা পরিবহনের একটি বাসে গ্যাস নেয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মারা যান গ্যাস নিতে আসা ৩ সিএনজি চালক।

নিহতরা হলেন, লক্ষ্মীপুর সদরের চরমনসা গ্রামের সুমন হোসেন এবং বাঞ্চানগর এলাকার ইউসুফ মিয়া ও হৃদয় হোসেন। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয় এলাকাবাসী।

আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজধানীতে পাঠানো হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন দু’জন।

/এনকে



Exit mobile version