Site icon Amra Moulvibazari

টিসিবির মাধ্যমে বিক্রির জন্য ৮ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

টিসিবির মাধ্যমে বিক্রির জন্য ৮ হাজার টন মসুর ডাল কিনবে সরকার


ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সারাদেশে বিক্রির জন্য ৮ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। এতে ব্যয় হবে ৭২ কোটি টাকা। কেজিপ্রতি দাম পড়বে ৯১ টাকা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেয়া হয় এই ক্রয় প্রস্তাব। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল।

পরে ব্রিফিংয়ে বলা হয়, মরক্কো থেকে কেনা হবে ৪০ হাজার টন ডিএপি সার। ব্যয় হবে ২৬২ কোটি টাকা। প্রতি টনের দাম দাঁড়াবে ৬১০ ডলার। কাফকোর মাধ্যমে কেনা হবে ৩০ হাজার টন ইউরিয়া সার। এতে ব্যয় হবে ১০৫ কোটি টাকা। স্পট মার্কেট থেকে ১ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ৫৫৮ কোটি টাকা। সভায় মোট ৭ প্রস্তাব দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

/এমএন



Exit mobile version